হেপাবক, অন্ত নক্ষত্রাবীথি তুমি, অন্ধকারে
তোমার পবিত্র অগ্নি জ্বলে।
অমাময়ী নিশি যদি সৃজনের শেষ কথা হয়,
আর তার প্রতিবিম্ব হয় যদি মানব হৃদয়,
তবুও আবার জ্যোতি সৃষ্টির নিবিড় মনোবলে
জ্ব’লে ওঠে সময়ের আকাশে পৃথিবীর মনে;
বুঝেছি ভোরর বেলা রোদে নীলিমায়,
আধার অরব রাতে অগণন জ্যোতিষ্কশিখায়;
মহাবিশ্ব একদিন তমিস্রার মতো হেয় গেলে
মুখে বা বল নি, নারি, মনে যা ভেবেছ তার প্রতি
লক্ষ্য রেখে অন্ধকার শক্তি অগ্নি সুবর্ণের মতো
দেহ হবে মন হবে–তুমি হবে সে-সবের জ্যোতি।
Saturday, November 26, 2016
মাঘসংক্রান্তির রাতে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments