১০
পিলু – কাহারবা
ফাগুন-রাতের
ফুলের নেশায়
আগুন-জ্বালায়
জ্বলিতে আসে।
যে দীপশিখায়
পুড়িয়া মরে
পতঙ্গ ঘোরে
তাহারই পাশে।।
অথই দুখের
পাথার-জলে
সুখের রাঙা
কমল-দোলে,
কূলের পথিক
হারায় দিশা
দিবস নিশা
তাহারই বাসে।।
সুখের আশায়
মেশায় ওরা
বুকের সুধায়
চোখের সলিল।
মণির মোহে
জীবন দহে
বিষের ফণীর
গরল-শ্বাসে
বুকের পিয়ায়
পেয়ে হিয়ায়
কাঁদে পথের
পিয়ার লাগি,
নিতুই নতুন
স্বরগ মাগি
নিতুই নয়ন-
জলে ভাসে।।
No comments:
Write comments