ভৈরবী – কাওয়ালি
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
জানাও জানাও বে-দিল প্রিয়ায়।
ওগো বিজয়ী! নিখিল-হৃদয়
করো করো জয় মোহন মায়ায়।।
নহে ওই এক হিয়ার সমান
হাজার কাবাকাবা : মুসলমানদের তীর্থ-মন্দির। হাজার মসজিদ
কী হবে তোর কাবার খোঁজে,
আশয় তোর খোঁজ হৃদয়-ছায়ায়।।
প্রেমের আলেয়া যে দিল রৌশনরৌশন : উজ্জ্বল।
যেথায় থাকুক সমান তাহার –
খোদার মসজিদ, মূরত্-মন্দির,
ঈশাই-দেউলঈশাই-দেউল : গির্জা। ইহুদ-খানায়ইহুদ-খানা : ইহুদিদের উপাসনা মন্দির। ।।
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা,
নরকের ভয় করে না সে,
থাকে না সে স্বরগ-আশায়।।
No comments:
Write comments