Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

নীরন্ধ্র মেঘে মেঘে

১৮


মল্লার – কাওয়ালি


  


নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন।


অশান্ত-ধারে জল ঝর ঝরে অবিরল,


  ধরণি ভীতি-মগন॥


ঝঞ্ঝার ঝল্লরি বাজে ঝননননন,


দীর্ঘশ্বসি কাঁদে অরণ্য শনশন,


প্রলয়-বিষাণ বাজে বজ্রে ঘনঘন,


  মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥


শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ,


দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভ দিন?


দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব,


অধর্মনিধনে এসো অবতার নব!


‘আবিরাবির্ম এধি’ওই ওঠে রব,


জাগৃহি ভগবন, জাগৃহি ভগবন॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !