৩৫
ইমন – কাওয়ালি
জয়
মর্ত্যে অমৃতবাদিনী চির-আয়ুষ্মতী
জয়
নারী-রূপা দেবী পুণ্যশ্লোকা সতী॥
জয়
অগ্নিহোত্রী অয়ি দীপ্তা উগ্রতপা জ্যোতির্ময়ী।
জয়
সুরলোক-বাঞ্ছিতা, সতী মহিমার গীতা, মৃত্যুজয়ী।
জয়
সীমন্তে নবারুণ, ধরণির অরুন্ধতী॥
চির-
শুদ্ধাচারিণী চির-পবিত্রা সুমঙ্গলা!
চির-
অবৈধব্য-যুতা তুমি চিরপূজ্যা মা, নহ অবলা।
মা গো
যুগে যুগে চির-ভাস্বর তুমি উদীচী জ্যোতি॥
তব
সীমান্ত-সিন্দূর মাগে, মা গো, বিশ্ব-বধূ;
মা গো
মৃত্যুঞ্জয়ী তব তপস্যা দাও, দাও আশিস-মধু!
সব
কন্যা জায়া যাচে তব বর, করে প্রণতি॥
No comments:
Write comments