মান্দ – কাওয়ালি
বাজল কি রে ভোরের সানাই
নিদ-মহলার আঁধার-পুরে।
শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে।।
সরাই-খানার যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠল হাঁকি?
নীড় ছেড়ে ওই প্রভাত-পাখি গুলিস্তানেগুলিস্তান : পুষ্প-কানন। চলল উড়ে।।
আজ কি আবার কাবার পথে
ভিড় জমেছে প্রভাত হতে।
নামল কি ফের হাজার স্রোতে
‘হেরার’হেরার : এই পর্বত-গুহায় হজরত মোহাম্মদ প্রত্যাদেশ পান। জ্যোতি জগৎ জুড়ে।।
আবার ‘খালিদ’খালিদ : খালিদ, তারিক, মুসা — মুসলিম-অভ্যুত্থানের সর্বশ্রেষ্ঠ সেনাপতিবৃন্দ। ‘তারিক’তারিক : খালিদ, তারিক, মুসা — মুসলিম-অভ্যুত্থানের সর্বশ্রেষ্ঠ সেনাপতিবৃন্দ। ‘মুসা’মুসা : খালিদ, তারিক, মুসা — মুসলিম-অভ্যুত্থানের সর্বশ্রেষ্ঠ সেনাপতিবৃন্দ।
আনল কি খুন রঙিন ভূষা,
আসল ছুটে ‘হাসিন’হাসিন : সুন্দর। উষা
‘নও-বেলালের’নও-বেলাল : নব বেলাল। বেলাল মুসলমান ধর্মের অভ্যুত্থান দিনের প্রথম মুয়াজ্জিন। শিরীনশিরীন : মিষ্টি। সুরে।।
তীর্থ-পথিক দেশ-বিদেশের
‘আরফাতে’আরফাত : মক্কার এই ময়দানে পৃথিবীর সমস্ত হাজি সমবেত হন। আজ জুটল কি ফের,
‘লা শরীক্ আল্লাহ’লা শরীক্ আল্লাহ : ঈশ্বর ভিন্ন অন্য উপাস্য নাই। মন্ত্রের
নামল কি বান পাহাড় ‘তূরে’তূর : এই পাহাড়ে মুসা ঈশ্বরের দর্শন পান।
আঁজলা ভরে আনল কি প্রাণ কারবালাতে বীর শহিদানশহিদান : শহিদগণ।
আজকে রওশনরওশন : উজ্জ্বল। জনিম আশমান নওজোয়ানীর সুর্খ্নূরেসুর্খ্নূর : রক্ত-আলোক। ।।
No comments:
Write comments