Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

সমস্ত দিন অন্ধকারে

যৌবন


− ওরে ও শীর্ণা নদী,


দু-তীরে নিরাশা-বালুচর লয়ে জাগিবি কি নিরবধি?


নব-যৌবনজলতরঙ্গ-জোয়ারে কি দুলিবি না?


নাচিবে জোয়ারে পদ্মা গঙ্গা, তুই রবি চির-ক্ষীণা?


ভরা ভাদরের বরিষন এসে বারে বারে তোর কূলে


জানাবে রে তোরে সজল মিনতি, তুই চাহিবি না ভুলে?


দুই কূলে বাঁধি প্রস্তর-বাঁধ কূল ভাঙিবার ভয়ে


আকাশের পানে চেয়ে রবি তুই শুধু আপনারে লয়ে?


ভেঙে ফেল বাঁধ, আশেপাশে তোর বহে যে জীবন-ঢল


তারে বুকে লয়ে দুলে ওঠ তুই যৌবন-টলমল।


প্রস্তর-ভরা দুই কূল তোর ভেসে যাক বন্যায়,


হোক উর্বর, হাসিয়া উঠুক ফুলে ফলে সুষমায়।


− একবার পথ ভোল,


দূর সিন্ধুর লাগি বুকে জাগুক মরণ-দোল!

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !