Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

জাগো হে রুদ্র, জাগো

১৯


যোগিয়া -– একতালা


  



  

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী,



  

        কাঁদে ধরা দুখ-জরজর!



  

        জাগো গৌরী, জাগো হর॥



আজি

শস্য-শ্যামা তোদের কন্যা



  

        অন্নবস্ত্রহীনা অরণ্যা,



  

        সপ্তসাগর-অশ্রু-বন্যা



  

        কাঁপিছে বুকে থরথর॥



আর

সহিতে পারি না অত্যাচার,



  

        লহো এ অসহ ধরার ভার।



  

গ্রাসিল বিশ্ব লোভদানব,



  

হা হা স্বরে কাঁদিছে মানব,



  

জাগো ভৈরবী জাগো ভৈরব



  

        ত্রিশূল খড়্গ ধরো ধরো॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !